ব্যথা না মানা নেইমার: হ্যাটট্রিকে সান্তোসকে প্রথম বিভাগে টিকে থাকার উপহার

ব্যথা না মানা নেইমার: হ্যাটট্রিকে সান্তোসকে প্রথম বিভাগে টিকে থাকার উপহার

ইনজুরির দোসর হয়ে পড়া নেইমারের মাঠে নামাই যেখানে এখন বিরল ঘটনা, সেখানে ব্রাসিলেইরাওয়ে জুভেন্তুদের বিপক্ষে যেন নতুন করে নিজেকেই ফিরে পেলেন তিনি। বাঁ হাঁটুর মেনিসকাস ইনজুরি নিয়ে খেলতে নেমে দ্বিতীয়ার্ধে মাত্র ১৭ মিনিটের ঝড়ে হ্যাটট্রিক করে সান্তোসকে ৩–০ গোলের গুরুত্বপূর্ণ জয় উপহার দেন এই ব্রাজিলিয়ান তারকা। দ্রুত আক্রমণ থেকে প্রথম গোল, ইগর ভিনিসিয়ুসের ক্রস থেকে নিখুঁত ফিনিশে দ্বিতীয় এবং পেনাল্টি থেকে তৃতীয় গোল—সব মিলিয়ে ২০২২ সালের পর প্রথম হ্যাটট্রিকের স্বাদ পেলেন ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডটি। এর মাধ্যমে সান্তোসের হয়ে তাঁর গোলসংখ্যা ছুঁয়েছে ১৫০।

মৌসুমে আর মাঠে নামা অসম্ভব—এমন জোরালো ধারণার মধ্যেও নেইমার সবাইকে বিস্মিত করে ব্যথা নিয়েই টানা দুই ম্যাচে মাঠে নেমেছেন। আগের ম্যাচে গোল ও অ্যাসিস্টে দলকে জেতানোর পর এবার হ্যাটট্রিক করে অবনমনের শঙ্কায় থাকা সান্তোসকে টেনে তুললেন নিরাপদ অবস্থানে। ৩৭ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪তম স্থানে থাকা সান্তোস এখন ভিতোরিয়ার চেয়ে দুই পয়েন্ট এগিয়ে। রোববার ক্রুজেইরোর বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে জয় পেলে নিশ্চিত হবে তাদের প্রথম বিভাগে টিকে থাকা।

ব্রাজিলিয়ান গণমাধ্যম জানিয়েছে, নেইমার এই ম্যাচেও ‘ব্যথা নিয়েই’ খেলেছেন এবং বাঁ হাঁটুর ইনজুরির জন্য প্রতিরক্ষামূলক বন্ধনী ব্যবহার করেছেন। বারবার চোটে ভুগলেও আগামী গ্রীষ্মের বিশ্বকাপে ব্রাজিল দলে ফেরার আশা ছাড়েননি তিনি। কোচ কার্লো আনচেলত্তিও জানিয়েছেন, একটি ‘ফিট নেইমার’কে দলে দেখতে তিনি মুখিয়ে আছেন।

ইনজুরি, জেদ আর দায়িত্ববোধ—সব মিলিয়ে নেইমারের এই প্রত্যাবর্তন যেন সান্তোসের বাঁচার লড়াইয়ে এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।

CATEGORIES
TAGS
Share This