
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আবারও ভূমিকম্প অনুভূত
ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪টা ১৫ মিনিটে মৃদু এই কম্পনটি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৬। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল এলাকা। কম্পন খুবই দুর্বল হওয়ায় অনেকে তা অনুভব করেননি।
এর আগে ২১ নভেম্বর শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। সেই ঘটনায় শিশুসহ ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন।
ভূমিকম্পের পূর্বাভাস কি দেওয়া সম্ভব?
সম্প্রতি ভূমিকম্প নিয়ে বিভিন্ন গুজব ছড়িয়ে পড়লেও বিশেষজ্ঞরা এককথায় জানিয়েছেন—ভূমিকম্পের সুনির্দিষ্ট সময়, স্থান বা মাত্রা আগে থেকে জানানো এখনো সম্ভব নয়।
২০২৩ সালে তুরস্ক–সিরিয়া সীমান্তে ভয়াবহ ভূমিকম্পের পর ভারত ও পাকিস্তানেও বড় ধরনের কম্পনের গুজব ছড়িয়েছিল। কিন্তু তা সত্য প্রমাণিত হয়নি।
বিজ্ঞানের অগ্রগতি সত্ত্বেও এখনো নির্ভুল ভূমিকম্প পূর্বাভাসের কোনো পদ্ধতি আবিষ্কৃত হয়নি বলে বিশেষজ্ঞরা বলেন।

যুক্তরাষ্ট্রের বাফেলো বিশ্ববিদ্যালয়ের ভূকম্পন প্রকৌশল বিশেষজ্ঞ প্রফেসর মাইকেল ব্রুনো বলেন, “এ মুহূর্তে এমন কোনো বিজ্ঞান বা প্রযুক্তি নেই যা ভূমিকম্পের নির্দিষ্ট সময়ের পূর্বাভাস দিতে পারে।”
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক প্রফেসর এগিল হোকসনের মতে, “ভূমিকম্প কখন হবে—এটি সময় নির্দিষ্ট করে বলা এখনো অসম্ভব।”
বিশেষজ্ঞদের পরামর্শ—ভূমিকম্প নিয়ে আতঙ্ক বা গুজবে বিভ্রান্ত না হয়ে সতর্ক থাকতে হবে এবং ভবন নিরাপত্তা ও জরুরি প্রস্তুতি সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।
