
সেন্টমার্টিন দ্বীপ ফেব্রুয়ারি পর্যন্ত উন্মুক্ত রাখার দাবি
সেন্টমার্টিন দ্বীপ পরিবেশ ও পর্যটন রক্ষা উন্নয়ন জোট পর্যটকদের জন্য ফেব্রুয়ারি পর্যন্ত সেন্টমার্টিন দ্বীপ উন্মুক্ত রাখার দাবি জানিয়েছে। সংগঠনটি জানিয়েছে, সরকারের বর্তমান নিষেধাজ্ঞার ফলে সেন্টমার্টিনে ভ্রমণ ও রাতযাপন সীমিত হওয়ায় জনজীবনে ব্যাপক ক্ষতি ও মানবিক সংকট সৃষ্টি হচ্ছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে এই দাবি জানানো হয়।
জোটের চেয়ারম্যান শিবলুল আজম কোরেশী বলেন, “হোটেল-রিসোর্ট মালিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের প্রবল আপত্তি সত্ত্বেও সরকার সেন্টমার্টিন ভ্রমণ নিষিদ্ধ ও রাত্রি যাপন সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে হাজার হাজার মানুষ বেকার হয়ে পড়েছে।”
তিনি আরও বলেন, “পর্যটন ব্যবসার সাথে জড়িত অসংখ্য চাকুরীজীবি বর্তমানে বেকার। তাই মানবিক কারণে, পর্যটকদের জন্য সেন্টমার্টিন দ্বীপ ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত উন্মুক্ত রাখার দাবি জানাচ্ছি।”
এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি, তবে স্থানীয় পর্যটন খাতের সাথে জড়িতরা আশা করছেন, মানবিক বিবেচনায় তাদের দাবির প্রতি সরকার গুরুত্ব দেবে।