সবুজের ছায়ায় একদিন: ঢাকার কাছে নিসর্গঘেরা জিন্দা পার্ক

সবুজের ছায়ায় একদিন: ঢাকার কাছে নিসর্গঘেরা জিন্দা পার্ক

ঢাকা থেকে মাত্র ৩৭ কিলোমিটার দূরে অবস্থিত নারায়ণগঞ্জ জেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা পার্ক এখন এক চমৎকার প্রকৃতি প্রেমীদের গন্তব্য। প্রায় ১৫০ একর জায়গা জুড়ে এই পার্কে রয়েছে ২৫০ প্রজাতির ১০,০০০-এর বেশি গাছ, পাঁচটি জলাধার, অসংখ্য পাখি এবং সবুজে ঘেরা এক শান্তিপূর্ণ পরিবেশ।

জিন্দা পার্কের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটি স্থানীয় বাসিন্দাদের উদ্যোগেই গড়ে তোলা একটি প্রকল্প। ১৯৮০ সালে “অগ্রপথিক পল্লী সমিতি”র যাত্রা শুরু হয় ৫০০০ সদস্য নিয়ে, যার ফলশ্রুতিতেই গড়ে ওঠে এই দৃষ্টিনন্দন পার্ক। বর্তমানে এই পার্ক এলাকাটিকে বলা হয় “আদর্শ গ্রাম”।

পার্কের ভেতরে রয়েছে টং ঘর, সাঁকোসহ বড় পুকুর, কাঁচা মাটির ঘর, চোখধাঁধানো স্থাপত্যে নির্মিত একটি লাইব্রেরি, ক্যান্টিন, মিনি চিড়িয়াখানা এবং নৌবিহারের জন্য সুসজ্জিত লেক। সব মিলিয়ে এটি একটি দিনব্যাপী ভ্রমণের জন্য আদর্শ স্থান।

ঢাকা থেকে জিন্দা পার্কে যেতে সবচেয়ে সহজ রুট হচ্ছে কুড়িল বিশ্বরোড হয়ে পূর্বাচল ৩০০ ফিট সড়ক দিয়ে কাঞ্চন ব্রিজ পর্যন্ত। সেখান থেকে বাইপাস রোড ধরে মাত্র ৪ কিলোমিটার দূরেই জিন্দা পার্ক।

পার্ক খোলা থাকে প্রতিদিন সকাল ৭টা থেকে মাগরিব পর্যন্ত (ঈদের দিন ব্যতীত)। রাতে থাকার কোন সুবিধা নেই।

পার্কের ভেতরে দেশি খাবারের ব্যবস্থা রয়েছে।পছন্দ অনুযায়ী মুরগি, গরু, খাসির মাংস ও দেশি সবজির খাবার পাওয়া যায়।

জিন্দা পার্ক এখন শুধু একটি পার্ক নয়, বরং শহরের কোলাহল থেকে দূরে শান্তির ছায়ায় ঘেরা একটি দিন কাটানোর জায়গা। নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতা এবং আয়োজনের দিক থেকেও এটি অনেক উন্নত ও গোছানো। পরিবার, বন্ধু বা সহকর্মীদের সাথে দিনব্যাপী ভ্রমণের জন্য এটি হতে পারে আপনার পরবর্তী গন্তব্য।

CATEGORIES
TAGS
Share This