ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক, সীমান্ত হত্যা ও অসম চুক্তি গুরুত্ব পাবে

ফেব্রুয়ারিতে বিজিবি-বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠক, সীমান্ত হত্যা ও অসম চুক্তি গুরুত্ব পাবে

আগামী ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে চারদিনব্যাপী ৫৫তম বিজিবি-বিএসএফ মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বুধবার (২৯ জানুয়ারি) সচিবালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে এই তথ্য জানান।

এ বৈঠকে সীমান্ত হত্যা ও বিএসএফের গুলি বন্ধের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসবে। উপদেষ্টা আরও বলেন, ভারতের সীমান্তে ফেনসিডিলসহ মাদক কারখানা তৈরি হওয়ায় সহজেই মাদক বাংলাদেশে প্রবাহিত হচ্ছে, যা বন্ধ করতে বাংলাদেশ জোর দেবে।

তিনি আরও জানান, সীমান্তে অবকাঠামো নির্মাণ এবং কাটাতাঁরের বেড়া স্থাপনের বিষয়ে বাংলাদেশের অবগতির বাইরে এসব কাজ হওয়া নিয়েও আলোচনা হবে। ২০১০ সালে স্বাক্ষরিত অসম চুক্তির ধারা সংশোধন করতেও গুরুত্ব দেয়া হবে।

বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বৈঠকে বলেন, ‘‘সাম্প্রতিক সীমান্ত সমস্যা বা অন্য কোনো ইস্যুতে বাংলাদেশ কোনো ধরনের ছাড় দেবে না।’’

CATEGORIES
TAGS
Share This