নাচতে নাচতে বিয়ের হলদি অনুষ্ঠানে তরুণীর হৃদরোগে মৃত্যু

নাচতে নাচতে বিয়ের হলদি অনুষ্ঠানে তরুণীর হৃদরোগে মৃত্যু

বিয়ের অনুষ্ঠানে নাচের সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ২৩ বছর বয়সী তরুণীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের বিদিশা জেলার একটি রিসোর্টে। সেখানে চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে নাচ পরিবেশন করতে এসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তরুণী পরিনিতা জৈন।

মৃত তরুণী ইন্দোরের বাসিন্দা ছিলেন এবং হলদি অনুষ্ঠানে নাচ করার জন্য মঞ্চে ওঠেন। একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে দেখা যায়, ৮ ফেব্রুয়ারি রাতে ‘লেহরা কে বলখা কে’ গানটির তালে মঞ্চে নাচার সময় হঠাৎ ঢলে পড়েন তিনি। উপস্থিত দুই শতাধিক মানুষের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

CATEGORIES
TAGS
Share This