ঘড়ি কে আবিষ্কার করেন? জানুন ঘড়ি আবিষ্কারের চমকপ্রদ ইতিহাস

ঘড়ি কে আবিষ্কার করেন? জানুন ঘড়ি আবিষ্কারের চমকপ্রদ ইতিহাস

বিশ্বব্যাপী প্রতিটি মানুষের প্রতিদিনের জীবন চলে সময় অনুযায়ী। আমরা সকালে ঘুম থেকে উঠি, অফিসে যাই, ট্রেন ধরি কিংবা কোনো কাজ শুরু করি — সবই নির্ভর করে ঘড়ির কাটার ওপর। কিন্তু কখনও কি ভেবে দেখেছেন, এই ঘড়ি কোথা থেকে এলো? কে প্রথম সময় গণনার এই বিস্ময়কর যন্ত্রটি আবিষ্কার করেছিল?

ঘড়ির ইতিহাস কয়েক হাজার বছরের পুরোনো। আনুমানিক সাড়ে ৫,০০০ বছর আগে প্রাচীন মিশর ও ব্যাবিলনের মানুষ সূর্যকে কেন্দ্র করে সময় গণনার উপায় খুঁজে পায়।
তারা মাটিতে একটি কাঠি পুঁতে সূর্যালোকের সাহায্যে ছায়ার পরিবর্তন দেখে সময় নির্ধারণ করত। এই যন্ত্রটির নাম ছিল ‘সূর্যঘড়ি’ বা ‘ছায়াঘড়ি’। বার্লিন মিউজিয়ামে আজও এমন একটি সূর্যঘড়ির নিদর্শন রক্ষিত আছে।

সূর্যের আলো না থাকায় রাতের সময় সূর্যঘড়ি ব্যবহার করা সম্ভব হতো না। তখন মানুষ তারার সাহায্যে সময় গণনা শুরু করে। নক্ষত্র ‘ক্যাসিওপিয়া’-র গতিবিধি দেখে তৈরি হয় ‘তারাঘড়ি’।চীনে প্রথম আবিষ্কৃত হয় ‘মোমঘড়ি’। একটি মোমবাতি ও একটি মানদণ্ডের সাহায্যে ছায়ার দৈর্ঘ্য মেপে সময় নির্ধারণ করতেন তারা।

খ্রিস্টপূর্ব ১৪০০ সালে মিশরীয়রা ‘পানিঘড়ি’ আবিষ্কার করেন। একটি ফানেল, সরু পাইপ ও কর্কের সাহায্যে এই ঘড়ি কাজ করত।
পরে এর অনুকরণে আসে ‘বালুঘড়ি’, যেখানে সূক্ষ্ম বালি ধীরে ধীরে পড়ে সময় নির্দেশ করত।১২৮৮ সালে লন্ডনে তৈরি হয় ‘গ্রেটটম’ নামের একটি যান্ত্রিক ঘড়ি। ১৩৬০ সালে ফ্রান্সের রাজা চার্লসের জন্য একটি বিশেষ ঘড়ি তৈরি হয়েছিল।
১৫১১ সালে জার্মানির পিটার হেনলেইন প্রথম স্প্রিং চালিত ঘড়ি আবিষ্কার করেন, যেটিকে আধুনিক ঘড়ির জনক বলা হয়।
এই ঘড়ির নাম ছিল “Pomander Watch”। এটি ছিল তামা ও সোনায় তৈরি, বক্স আকারের, এবং আজও মূল্যবান ঘড়িগুলোর একটি (মূল্য আনুমানিক $৫০–৮০ মিলিয়ন)।১৬৫৬ সালে ডাচ বিজ্ঞানী ক্রিশ্চিয়ান হাইজেন গ্যালিলিওর ধারণা থেকে প্রথম কার্যকর পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন।
১৯০৬ সালে এই ঘড়িতেই প্রথম ব্যাটারি যুক্ত হয়।

এরপর আসে কোয়ার্টজ ঘড়ি (১৯২৭), পারমাণবিক ঘড়ি এবং ডিজিটাল ঘড়ির যুগ। এখন আমাদের হাতে রয়েছে স্মার্টওয়াচ, যা শুধু সময়ই নয়, স্বাস্থ্য, আবহাওয়া, বার্তা — সবকিছুই নিয়ন্ত্রণ করে।ঘড়ি শুধুমাত্র সময় বলার যন্ত্র নয় — এটি মানবসভ্যতার এক দীর্ঘ জ্ঞানের ইতিহাস। প্রাচীন সূর্যঘড়ি থেকে শুরু করে আজকের এআই চালিত স্মার্টওয়াচ — প্রতিটি ধাপেই জড়িয়ে আছে মানুষের মেধা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি।

CATEGORIES
TAGS
Share This