পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

পাকিস্তানে ভারতের ‘অপারেশন সিন্দুর’ হামলায় গভীর উদ্বেগ প্রকাশ জাতিসংঘ মহাসচিবের

ভারতের ‘অপারেশন সিন্দুর’ অভিযানের প্রেক্ষিতে পাকিস্তানে মঙ্গলবার (৭ মে) গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এ তথ্য জানায় তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সি।

এক বিবৃতিতে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তজুড়ে চলমান সামরিক কর্মকাণ্ডে মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন। তিনি দুই দেশকেই উত্তেজনা প্রশমনে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানান।

গুতেরেস আরও বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ভারত-পাকিস্তান যুদ্ধের ঝুঁকি বিশ্ব আর নিতে পারবে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও গাজা-ইসরায়েল সংঘাত চলমান থাকায় নতুন আরেকটি সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে একটি ভয়াবহ হামলায় ২৬ জন প্রাণ হারান, যাদের বেশিরভাগই ছিলেন পর্যটক। ঘটনার পর ভারতের পক্ষ থেকে সরাসরি পাকিস্তানকে দায়ী করা হয়। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বাড়ে। ইরান ও রাশিয়া মধ্যস্থতার প্রস্তাব দিলেও, সেইসব প্রচেষ্টা উপেক্ষা করে ভারত জম্মু-কাশ্মিরে হামলার দুই সপ্তাহ পর পাকিস্তানের ভূখণ্ডে সামরিক অভিযান চালায়।

CATEGORIES
TAGS
Share This