
উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: ক্লাস চলাকালীন শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক, আহত অনেকজন
রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজের স্কুল শাখার ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনার সময় ভবনটিতে নার্সারি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত প্রায় ১০০-১৫০ জন শিক্ষার্থী ক্লাসে উপস্থিত ছিল।
ঘটনাটি ঘটে স্কুল ছুটির ঠিক আগমুহূর্তে। বিকট শব্দে যুদ্ধবিমানটি ভবনে আঘাত হানলে শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। দ্রুতই অভিভাবকরা ছুটে আসেন, আর শুরু হয় উদ্ধার তৎপরতা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, বিধ্বস্ত হওয়া বিমানটি ছিল একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান, যা দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং প্রায় ১৩ মিনিট পর দুর্ঘটনার শিকার হয়।
দুর্ঘটনার পরপরই আগুন ধরে যায়, যেটি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশনের ৮টি ইউনিট কাজ করছে। উদ্ধারকাজে সেনাবাহিনীও অংশ নিয়েছে।
আহতদের মধ্যে অনেককে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সায়েদুর রহমান, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী, জানান বার্ন ইনস্টিটিউটে ইতোমধ্যে ৬০ জন ভর্তি হয়েছেন, এবং অতিরিক্ত রোগীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালেও ৬০ জনের বেশি আহত শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছে।

ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে যে এ দুর্ঘটনায় অন্তত দুইজনের মৃত্যু হয়েছে।