পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ রাতেই: বাংলার আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ রাতেই: বাংলার আকাশে দেখা যাবে ‘ব্লাড মুন’

আজ (রোববার) রাতে বিশ্বের নানা প্রান্তের মতো বাংলাদেশ থেকেও দেখা যাবে এক বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা—পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। যদি আকাশ মেঘমুক্ত থাকে, তবে রাতের আকাশে ‘ব্লাড মুন’-এর অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারবেন দেশের মানুষ।

আন্তঃবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সময় অনুযায়ী আজ রাত ৮টা ২৮ মিনিটে শুরু হবে চন্দ্রগ্রহণ। এই গ্রহণ চলবে টানা ৭ ঘণ্টা ২৭ মিনিট। তবে এর সবচেয়ে আকর্ষণীয় অংশ, অর্থাৎ পূর্ণগ্রাস গ্রহণের সময় শুরু হবে রাত ১০টা ৩০ মিনিটে এবং এই সময়েই চাঁদ ধারণ করবে লালচে বা তামাটে রঙ—যা ‘ব্লাড মুন’ নামে পরিচিত।

এর আগে, রাত ৯টা ২৭ মিনিট থেকে চাঁদের একটি অংশ ধীরে ধীরে অন্ধকার হতে শুরু করবে। পূর্ণগ্রাস পর্বে পৃথিবীর ছায়া সম্পূর্ণভাবে চাঁদের ওপর পড়বে, তবে চাঁদ পুরোপুরি অদৃশ্য হবে না। বরং সূর্যালোক পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত হয়ে চাঁদের উপর পড়ে এক লালাভ আভা সৃষ্টি করবে।

এই মহাজাগতিক দৃশ্যটি বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্ত যেমন—ইন্দোনেশিয়ার হিলা দ্বীপ থেকে শুরু করে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এক সরল রেখায় পুর্ণভাবে দেখা যাবে। তবে উত্তর আমেরিকা, ক্যারিবীয় দ্বীপপুঞ্জ এবং দক্ষিণ আমেরিকার বেশিরভাগ এলাকা থেকে এই গ্রহণ দৃশ্যমান হবে না।

বিশেষজ্ঞদের মতে, এ ধরনের চন্দ্রগ্রহণ শুধুমাত্র আকাশপ্রেমীদের জন্য নয়, বরং গবেষকদের জন্যও গুরুত্বপূর্ণ। পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা নিরূপণের জন্য চাঁদের এই রঙ পরিবর্তন একটি বড় সুযোগ এনে দেয়।

আবহাওয়া অনুকূলে থাকলে আজ রাতেই সবাইকে আকাশের দিকে তাকিয়ে চন্দ্রগ্রহণ উপভোগ করার আহ্বান জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। তারা বলছেন, “এমন দৃশ্য সব সময় দেখা যায় না। একবার সুযোগ এলে তা মিস না করাই ভালো।”

টিপস:

  • দেখতে চাইলে খোলা আকাশের নিচে যান
  • দূরবীন বা টেলিস্কোপ না থাকলেও খালি চোখেই দেখতে পারবেন
  • আলোক দূষণ কম এমন জায়গা বেছে নিন
CATEGORIES
TAGS
Share This