
বিয়েবাড়ির গরুর মাংসে ‘আল্লাহ’ লেখা! চট্টগ্রামে চাঞ্চল্য
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় এক বিয়েবাড়িতে গরুর মাংসের টুকরায় ‘আল্লাহ’ লেখা দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি ঘটে শুক্রবার (১৫ আগস্ট) ৯নং ওয়ার্ডের উত্তর দিয়াকুল মাস্টারঘোনা এলাকার মফিজুর রহমানের বাড়িতে। জানা যায়, বিয়ের আয়োজনে রান্নার সময় বাবুর্চি দুটি মাংসের টুকরায় ‘আল্লাহ’ শব্দের মতো লেখা দেখতে পান। সঙ্গে সঙ্গে তিনি বাড়ির মালিকসহ অন্যান্যদের ডেকে আনেন।

খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকার শত শত মানুষ মাংসের ওই টুকরা দেখতে বাড়িতে ভিড় করেন। বর্তমানে মাংস দুটি একটি কাচের জারে সংরক্ষণ করে রাখা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় ধর্মীয় বিদ্বান জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুফতি আবু ছৈয়দ নিজামী বলেন, “মানবজাতির জন্য এটি একটি বড় শিক্ষা। শুধু মানুষ নয়, সমস্ত সৃষ্টিই আল্লাহর ইবাদত করে।”