এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ দুপুর ২টায়

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ দুপুর ২টায়

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আজ, বুধবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশ করা হবে। দেশের ১১টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতায় অনুষ্ঠিত এই পরীক্ষায় অংশ নিয়েছে মোট ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইট বা কেন্দ্রীয় ফলাফল প্রকাশ পোর্টালে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে। পাশাপাশি মোবাইল থেকে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে—এ জন্য নির্ধারিত শর্টকোড ১৬২২২-এ নির্দিষ্ট ফরম্যাটে এসএমএস পাঠাতে হবে।

ফলাফল প্রকাশ উপলক্ষে দুপুর ২টায় ঢাকা শিক্ষা বোর্ডে আন্তঃশিক্ষা বোর্ডের উদ্যোগে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

গত ১০ এপ্রিল শুরু হয়েছিল ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষা।

CATEGORIES
TAGS
Share This