
পাসপোর্ট ছাড়াই প্রবাসীদের ভোটার হওয়ার সুযোগ দিল নির্বাচন কমিশন
বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ভোটার হওয়ার পথ সহজ করল নির্বাচন কমিশন (ইসি)। এখন থেকে পাসপোর্ট না থাকলেও প্রবাসীরা ভোটার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
আজ বুধবার (২০ আগস্ট) কমিশনের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) সংশোধনের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসির এনআইডি অনুবিভাগের পরিচালক খান আবি শাহানুর খানের স্বাক্ষরিত নতুন এসওপিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, কারও পাসপোর্ট না থাকলেও তিনি যদি সংশ্লিষ্ট দেশে অবস্থানরত এনআইডি-ধারী অন্তত তিনজন প্রবাসীর কাছ থেকে বাংলাদেশি নাগরিক হিসেবে প্রত্যয়নপত্র সংগ্রহ করেন এবং প্রয়োজনীয় দলিলাদি প্রদান করেন, তবে তাকে ভোটার হিসেবে নিবন্ধন করা যাবে।

এছাড়াও, প্রয়োজনীয় কাগজপত্র সরাসরি নিবন্ধন কেন্দ্রে জমা দেওয়া যাবে। তবে কারও পক্ষে এটি সম্ভব না হলে, তার বাংলাদেশে অবস্থানরত প্রতিনিধি সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন অফিসারের কাছে দলিলাদি জমা দিতে পারবেন।
বর্তমানে নির্বাচন কমিশন নয়টি দেশের ১৬টি স্টেশনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করছে। এসব দেশ হলো—সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডা। এ পর্যন্ত প্রায় ৫০ হাজার প্রবাসী এই কর্মসূচিতে আবেদন করেছেন।