নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া ফারিণ

নতুন পরিচয়ে আসছেন তাসনিয়া ফারিণ

টেলিভিশন, ওটিটি ও সিনেমায় সফল ক্যারিয়ারের পর এবার নতুন ভূমিকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ের বাইরে এবার নিজস্ব ভাবনা ও সৃজনশীলতা নিয়ে হাজির হচ্ছেন তিনি, শুরু করছেন প্রযোজনার কাজ।

গত শনিবার ফেসবুকে একটি ছবি পোস্ট করে ফারিণ লেখেন, “আমি যদি একটি প্রোডাকশন হাউস খুলি, তাহলে সেটার নাম কী দেওয়া উচিত?” পোস্টটি ঘিরে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনার ঝড়। নানা রকম নামের প্রস্তাব আসে মন্তব্য ঘরে। উত্তরে ফারিণ লেখেন, “অনেক ভালো ভালো সাজেশন দিচ্ছেন আপনারা, ধন্যবাদ।”

পরবর্তীতে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ফারিণ জানান, প্রযোজনা প্রতিষ্ঠান গড়ার পরিকল্পনা নিয়ে বেশ কিছুদিন ধরেই ভাবছিলেন। নিজের চিন্তাভাবনাগুলোকে বাস্তব রূপ দিতে চান এই উদ্যোগের মাধ্যমে।

তিনি জানান, চলতি বছরের শেষ দিকে একটি মিউজিক ভিডিও প্রকাশের মধ্য দিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু করবেন তিনি। ভিডিওটিতে থাকবে তার নিজের কণ্ঠের গান, যার সুর ও সংগীত পরিচালনা করছেন ইমরান মাহমুদুল। এর আগেও এই শিল্পীর সঙ্গে কাজ করেছেন ফারিণ।

তবে প্রাথমিকভাবে মিউজিক ভিডিও দিয়েই যাত্রা শুরু হলেও ভবিষ্যতে নিয়মিত প্রযোজনার পরিকল্পনা রয়েছে তার।

সাম্প্রতিক সময়ে অভিনয়ে তেমন ব্যস্ত না থাকলেও, ঈদে মুক্তিপ্রাপ্ত ‘ইনসাফ’ সিনেমার পর থেকে নতুন কোনো অভিনয় প্রকল্পে দেখা যায়নি তাসনিয়া ফারিণকে।

CATEGORIES
TAGS
Share This