শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের বনভোজন ২০২৫: এক আনন্দঘন মিলন মেলা
শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের উদ্যোগে বার্ষিক পিকনিক আজ নারায়ণগঞ্জের আনন্দ রিভারভিউ পার্ক এন্ড রিসোর্টে অনুষ্ঠিত হয়েছে। লক্ষীধর পাড়া এবং আশেপাশের গ্রামের মানুষসহ শহর ও গ্রামের বিভিন্ন শ্রেণির মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পিকনিকটি পরিণত হয় এক প্রাণবন্ত মিলন মেলায়। এতে সকলের উপস্থিতি এবং সক্রিয় অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘের প্রতিষ্ঠাতা আব্দুর রহমান খান । যিনি সকলকে মিলেমিশে থাকার এবং রাখার ক্ষেত্রে অনস্বীকার্য অবদান রেখে চলেছেন। যা এলাকার সবাইকে সম্প্রীতি ও সেতুবন্ধনের মাধ্যমে এগিয়ে চলার অনুপ্রেরণা যোগায়। এছাড়া উপস্থিত ছিলেন আবু তাহের চৌধুরী, নুরুল ইসলাম, জাকির হোসেন জাকরিয়া, এডভোকেট রায়হান চৌধুরী, মনোয়ার হোসেন, মনিরুজ্জামান চৌধুরী কাজল, সেলিম চৌধুরী, লোকমান খান, মনিরুজ্জামান টিটু, আব্দুস সাত্তার স্বপন, ইকবাল হোসেন মানিক, কামাল হোসেন, জসিম উদ্দিন, পিয়াস খান, এস এম আলমগীর কবির, বেল্লাল হোসেন সুমন, আবুল হোসেন খান, সেলিম মালসহ আরও অনেকে।
জুমার নামাজ শেষে অতিথিদের জন্য পরিবেশিত হয় সুস্বাদু ও মনোমুগ্ধকর দুপুরের খাবার। খাবারের পরে অতিথিরা একে অপরের সাথে কথা বলার এবং নিজেদের মতামত বিনিময়ের সুযোগ পান।
বিকেলে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যা ছিল পিকনিকের মূল আকর্ষণ। এতে বিনোদনমূলক পরিবেশনা ছিল সবার মনোমুগ্ধ করার মতো। তরুণ প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
পিকনিকটি সফলভাবে সম্পন্ন করতে একঝাঁক উদ্যমী তরুণ সদস্য অক্লান্ত পরিশ্রম করেছেন। তাঁদের মধ্যে মাইনুদ্দিন মাহি, সামছুল আলম সম্রাট, আরিফুল ইসলাম আরিফ, রিপন মাল, আবু বকর সিদ্দিক আরিফ, শাহাদাত হোসেন নিজু, ওমর ফারুক আহসান, ইমাম হোসেন শামীম এবং পারভেজ আলম মোহন বিশেষভাবে উল্লেখযোগ্য। তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও সংগঠনের প্রতি নিষ্ঠা সবাইকে মুগ্ধ করেছে।
শহীদ বীর মুক্তিযোদ্ধা এনায়েত স্মৃতি সংঘ প্রতিবছর শীতকালে এ ধরনের বনভোজনের আয়োজন করে থাকে। এই আয়োজনের উদ্দেশ্য হলো সবাইকে একত্রিত করে ঐক্যের বন্ধন আরও দৃঢ় করা।
সংগঠনের এমন একটি মহতী উদ্যোগ এলাকাবাসী এবং অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে। এটি শুধু একটি পিকনিক নয়, বরং স্মৃতিচারণ, ঐক্য এবং সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
নিজস্ব প্রতিবেদক