বিজ্ঞাপনের জেরে আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার

বিজ্ঞাপনের জেরে আইনি ঝামেলায় শাহরুখ-অজয়-টাইগার

পানমশলার বিজ্ঞাপনের কারণে আইনি ঝামেলায় জড়ালেন তিন বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ। ভারতের জয়পুর আদালতের পক্ষ থেকে তাদের নোটিশ দেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

আদালতের মতে, তারা ক্রেতাদের বিভ্রান্ত করেছেন। এই বিভ্রান্ত করার অভিযোগেই তিন অভিনেতাকে নোটিশ দেওয়া হলো। একই কারণে নোটিস পেয়েছেন পান মশলার প্রস্তুতকারক সংস্থার চেয়ারম্যানও।

জয়পুরের গ্রাহক বিরোধ নিষ্পত্তি কমিশনের পক্ষ থেকে পাঠানো আইনি নোটিশে বলা হয়েছে– শাহরুখ, অজয় ও টাইগার অভিনীত বিমল এলাচি পানমসলার বিজ্ঞাপনের ট্যাগলাইনে দাবি করা হয়, এ পণ্যের প্রতি দানায় কেশর রয়েছে। আর তা নিয়ে আপত্তি তুলেছেন জয়পুরের বাসিন্দা যোগেন্দ্র সিং বাদিয়াল। তার আবেদনের ভিত্তিতেই সমন পাঠানো হয় তাদের।

আগামী ১৯ মার্চ পানমসলা প্রস্তুতকারক সংস্থার কর্মকর্তা ও অভিনেতাদের হাজিরা দিতে বলা হয়েছে। এক মাসের মধ্যে তাদের জবাবদিহি করারও নির্দেশ দিয়েছেন আদালত। তবে এ নিয়ে তিন তারকার কেউ এখনও কোনো মন্তব্য করেননি।

CATEGORIES
TAGS
Share This