
দীর্ঘদিন পর মাতৃভূমিতে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী শাবানা।
চিত্রনায়িকা শাবানা — যিনি একসময় ঢালিউডের ‘বিউটি কুইন’ নামে খ্যাত ছিলেন, দীর্ঘদিন পরিবারসহ যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। নব্বইয়ের দশকে চলচ্চিত্র থেকে নিজেকে গুটিয়ে নিলেও তার জনপ্রিয়তা কমেনি একটুও। পর্দার আড়ালে থেকেও ভক্তদের ভালোবাসা পেয়েছেন বছরের পর বছর। বহু বছর পর সেই গুণী অভিনেত্রী আবারও ফিরেছেন নিজ মাতৃভূমিতে। জানা গেছে, খুব নীরবে কয়েকদিন আগেই তিনি ঢাকায় পা রেখেছেন।

বর্তমানে তিনি রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকায় নিজের বাসভবনে অবস্থান করছেন এবং অন্তরালে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করছেন। এই মুহূর্তে তিনি পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন। এর আগে ২০২০ সালের জানুয়ারিতে সর্বশেষ দেশে এসেছিলেন শাবানা। তখন একাধিক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, যদি ভালো গল্প এবং মানসম্পন্ন প্রস্তাব আসে, তাহলে আবারও চলচ্চিত্রে ফিরতে আগ্রহী তিনি। এবারও গুঞ্জন উঠেছে— হয়তো প্রযোজনার কাজ বা বিশেষ কোনো চলচ্চিত্র প্রকল্প নিয়ে তিনি দেশে এসেছেন। যদিও এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি, তবু শোবিজ অঙ্গনে তার ফিরে আসা নিয়ে আগ্রহের কমতি নেই। চলচ্চিত্রপ্রেমীরা অপেক্ষায় আছেন, শাবানার প্রত্যাবর্তনে আবারও নতুন কিছু দেখার আশায়।