
প্রধান উপদেষ্টার সঙ্গে বিদায়ী জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। বুধবার (২৫ জুন) বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়।
সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত ট্রস্টারকে তার দায়িত্ব সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান। পাশাপাশি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অবদানের জন্যও প্রশংসা করেন।
প্রধান উপদেষ্টা বলেন, উন্নয়নের যাত্রায় জার্মানি সবসময়ই আমাদের একটি নির্ভরযোগ্য অংশীদার। ইউরোপে আমাদের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে জার্মানির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটি বাংলাদেশের উন্নয়নে ধারাবাহিকভাবে সহায়তা প্রদান করে আসছে। এ সময় রোহিঙ্গাদের জার্মানির মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রধান উপদেষ্টা ট্রস্টারকে বলেন, চলে যাওয়ার পরও আমরা আপনার মতামত পেতে চাই। তা ইতিবাচক হোক বা সমালোচনামূলক হোক।
রাষ্ট্রদূত ট্রস্টার বলেন, পেশাগত জীবনে অনেক গুরুত্বপূর্ণ স্থানে কাজ করেছি, কিন্তু বাংলাদেশ সত্যিই আলাদা। এখানকার মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। ইনভেস্টমেন্ট সামিট একটি ভালো উদ্যোগ ছিল। সংস্কার প্রক্রিয়ায় অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করি। এ সময় বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
এ সময় এসডিজি সমন্বয়কারী ও সিনিয়র সচিব লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ ও ইউরোপীয় ইউনিয়ন অনুবিভাগের মহাপরিচালক মো. মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।