বেলারুশে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন লুকাশেঙ্কো

বেলারুশে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন লুকাশেঙ্কো

বেলারুশে সপ্তমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার লুকাশেঙ্কো। তিনি ৩০ বছর ধরে টানা ৬ মেয়াদে দেশটি শাসন করেছেন এবং এখন এই জয় তার জন্য আরও পাঁচ বছরের প্রেসিডেন্ট পদে থাকার সুযোগ এনে দিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার স্থানীয় সময় বেলারুশে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় নির্বাচনী কমিশনের প্রধান ইগর কারপেঙ্কো জানিয়েছেন, নির্বাচনে লুকাশেঙ্কো পেয়েছেন ৮৬.৮২ শতাংশ ভোট, আর অন্য কোনো প্রার্থী ৫ শতাংশ ভোটও পাননি।

এই নির্বাচনে জয়ী হয়ে লুকাশেঙ্কো ২০৩০ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন। তিনি বেলারুশের ইতিহাসে প্রথম ও একমাত্র নেতা যিনি টানা ৭ বার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

লুকাশেঙ্কো ১৯৯৪ সাল থেকে বেলারুশের শাসন ক্ষমতায় রয়েছেন। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বেলারুশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীনতার পর প্রথমে দেশটির অস্থায়ী সরকারপ্রধান ছিলেন সাবেক সোভিয়েত বেলারুশ অঙ্গরাজ্যের চেয়ারম্যান স্তানিস্লাভ শুশকেভিচ। পরে ১৯৯৪ সালে অনুষ্ঠিত প্রথম প্রেসিডেন্ট নির্বাচনে লুকাশেঙ্কো জয়ী হন।

CATEGORIES
TAGS
Share This