
রাজধানীতে জননিরাপত্তা নিশ্চিত করতে রাতভর যৌথবাহিনী টহল ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছে
সম্প্রতি রাজধানীসহ সারা দেশে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে। অলিগলিতে অস্ত্র ঠেকিয়ে, গুলি ছোঁড়ে অথবা ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে তারা লোকজনের সর্বস্ব লুটে নিচ্ছে, ফলে জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে।
এ পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর নভোথিয়েটারের সামনে জননিরাপত্তা জোরদারের জন্য বিশেষ কার্যক্রম পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। পরে, সেখানে যোগ দেন স্থানীয় সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এ সময় ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত। তবে, চোর বা ছিনতাইকারী সন্দেহে কাউকে আটক করলে, তাদের পুলিশের হাতে সোপর্দ করার আহ্বান জানান তিনি।
পুলিশ কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী বলেন, কিছুক্ষণের মধ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে কোনো স্থানেই উপস্থিত থাকবেন। তাই অপরাধীদের পুলিশের কাছে তুলে দেওয়া উচিত, যাতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। তিনি সকলকে অনুরোধ করেন, যেন কেউ নিজে আইন নিজের হাতে তুলে না নেয়।
এদিকে, দেশের পরিস্থিতির অবনতির পেছনে রাজনৈতিক প্ররোচনা রয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা।
স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, যদি কেউ জনগণের নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করে, তা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কিংবা চাঁদাবাজি বা ছিনতাইয়ের ঘটনা হোক, তা কোনোভাবেই সহ্য করা হবে না। এ ক্ষেত্রে, আইন-শৃঙ্খলা বাহিনী কঠোরতম ব্যবস্থা গ্রহণ করবে।
এর আগে, ধানমন্ডি আবাহনী মাঠের সামনে বিজিবি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় জননিরাপত্তা নিশ্চিত করতে। তাদের দাবি, মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও নজরদারি রাখা হচ্ছে।
ঢাকা ব্যাটলিয়ন ২৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর আবরার আল মেহমুদ বলেন, সম্প্রতি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যাতে সেগুলোর পুনরাবৃত্তি না ঘটে, সে জন্যই বিভিন্ন সড়কে অভিযান চালানো হচ্ছে।
উল্লেখ্য, মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উত্তরায় ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ফুটওভার ব্রিজে উল্টো করে ঝুলিয়ে গণপিটুনি দেয় পথচারীরা। পরে, পুলিশ তাদের উদ্ধার করে বাংলাদেশ কুয়েত-মৈত্রী হাসপাতালে পাঠায়।