ইরানে পপ তারকা তাতালু মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি

ইরানে পপ তারকা তাতালু মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ডের মুখোমুখি

ইরানের জনপ্রিয় পপ গায়ক আমির হোসেন মাগসুদলু, যিনি “তাতালু” নামে পরিচিত, মহানবী (সা.)-কে অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হয়ে মৃত্যুদণ্ড পেয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে, সোমবার (২০ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ধর্ম অবমাননা এবং অন্যান্য অপরাধের জন্য তার পূর্ববর্তী পাঁচ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছিল প্রসিকিউটর। তবে, সুপ্রিম কোর্টের আদেশে মামলাটি পুনরায় খোলা হয় এবং তাতালুকে মৃত্যুদণ্ডের শাস্তি দেয়া হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রায়টি এখনও চূড়ান্ত নয় এবং তাতালু চাইলে আপিল করতে পারবেন। ৩৭ বছর বয়সী এই গায়ক ২০১৮ সাল থেকে ইস্তাম্বুলে বসবাস করছিলেন এবং ২০২৩ সালের ডিসেম্বরে তুর্কি পুলিশ তাকে ইরানের কাছে হস্তান্তর করে।

তাতালুর বিরুদ্ধে “পতিতাবৃত্তি” প্রচারের অভিযোগে ১০ বছরের কারাদণ্ডও দেয়া হয়েছিলো। এছাড়াও ইসলামিক প্রজাতন্ত্রের বিরুদ্ধে “প্রচার” এবং “অশ্লীল বিষয়বস্তু” প্রকাশের জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

২০১৭ সালে, তাতালু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সঙ্গে একটি বেমানান টেলিভিশন সাক্ষাৎকারও করেছিলেন, যা ব্যাপক বিতর্ক সৃষ্টি করে। ২০১৫ সালে, তাতালু ইরানের পারমাণবিক কর্মসূচির সমর্থনে একটি গান প্রকাশ করেছিলেন, যা পরবর্তীতে ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে এক বিতর্কিত সময়ে প্রকাশিত হয়।

CATEGORIES
TAGS
Share This