নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করলো ভারত

নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফির শিরোপা পুনরুদ্ধার করলো ভারত

স্পিনের দাপটে এবং রোহিত শর্মা, শ্রেয়াস আইয়ার, এবং কেএল রাহুলদের নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে দীর্ঘ ১২ বছর পর চ্যাম্পিয়নস ট্রফি শিরোপা জয় করলো ভারত। নিউজিল্যান্ডের দেওয়া ২৫২ রানের লক্ষ্য ৪ উইকেট হাতে রেখে পার করে ভারত।

রোববার (৯ মার্চ) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিউইরা ব্যাটিং শুরু করলেও তাদের শুরু ছিল মোটামুটি ভালো। ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়েন। তবে, বরুণ চক্রবর্তীর লেগ বিফোরের মাধ্যমে সেই জুটি ভাঙে। এরপর কুলদ্বীপ ইয়াদব রাচিনকে বোল্ড করে এবং উইলিয়ামসনের রিটার্ন ক্যাচ নিয়ে কিউইদের আরও চাপের মধ্যে ফেলেন। জাদেজা টম লাথামকে আউট করে ভারতকে আরও এগিয়ে নিয়ে যান। যদিও মিচেল ও ফিলিপসের মধ্যে ৩৪ রানের একটি জুটি ছিল, বরুণ চক্রবর্তী আবারো ফিলিপসকে বোল্ড করে বিপর্যয় সৃষ্টি করেন। মিচেল ৬৩ রান করে আউট হন এবং শেষ দিকে ব্রেসওয়েলের ৫৩ রানের ইনিংসের মাধ্যমে ৭ উইকেটে ২৫১ রানের সংগ্রহ করে নিউজিল্যান্ড।

ভারতের ইনিংস শুরু করেন রোহিত শর্মা ও শুভমান গিল। রোহিত ক্যারিয়ারের ৫৮তম ফিফটি তুলে নিয়ে দলের ইনিংসকে শক্ত ভিত দেন। গিল ৩১ রান করে স্যান্টনারের বলেও আউট হন এবং এক রানের ব্যবধানে কোহলিকেও ফেরান ব্রেসওয়েল। রোহিত ৭৬ রান করে আউট হন, তবে আইয়ার ৪৮ এবং আক্সার ২৯ রান করে ভারতকে জয়ের পথে নিয়ে যান। ১৮ রানে হার্দিক আউট হলেও, রাহুলের ব্যাটে ভারত শেষমেশ জয় তুলে নেয়, আর জাদেজা সেই জয় নিশ্চিত করেন।

CATEGORIES
TAGS
Share This