সৌদি আরবে ভিসা ও ইকামার ফি বৃদ্ধি

সৌদি আরবে ভিসা ও ইকামার ফি বৃদ্ধি

সৌদি আরব ভিসা, ইকামা এবং বিভিন্ন প্রশাসনিক সেবা নবায়নের ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন প্ল্যাটফর্ম ‘আবশের বিজনেস’ নতুন ফি কাঠামো কার্যকর করেছে।

সৌদি সরকারের ঘোষণায় উল্লেখ করা হয়েছে, পুনঃপ্রবেশ ভিসা ও বহির্গমনের মেয়াদ বাড়ানোর জন্য এখন থেকে ১০৩.৫ রিয়াল ফি দিতে হবে। ইকামা নবায়নের ফি নির্ধারণ করা হয়েছে ৫১.৭৫ রিয়াল, আর চূড়ান্ত বহির্গমনের জন্য দিতে হবে ৭০ রিয়াল।

এছাড়াও, নতুন ইকামা ইস্যু করতে ৫১.৭৫ রিয়াল, কর্মচারী প্রতিবেদন দাখিলে ২৮.৭৫ রিয়াল এবং পাসপোর্ট তথ্য হালনাগাদে ৬৯ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে এক্স (সাবেক টুইটার) প্ল্যাটফর্মে আবশের বিজনেস জানিয়েছে, নতুন ফি শুধুমাত্র তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে নেওয়া সেবাগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। নিয়োগদাতাদের বার্ষিক প্যাকেজে এই ফি অন্তর্ভুক্ত নয়।

আবশের ইন্ডিভিজ্যুয়ালস প্ল্যাটফর্মের মাধ্যমে এখন পলাতক বা হারিয়ে যাওয়া ভিসাধারীদের বিষয়ে নিয়োগদাতারা (হোস্ট) প্রতিবেদন দাখিল করতে পারবেন। তবে, এ ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার ৭ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে হবে এবং ১৪ দিনের বেশি সময় অতিক্রান্ত হলে আবেদন গ্রহণ করা হবে না।

এই পরিবর্তনের মাধ্যমে সৌদি প্রশাসন সেবা কার্যক্রম আরও আধুনিক এবং দক্ষ করতে চায় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

CATEGORIES
TAGS
Share This