
সন্ধ্যায় মিরপুরে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, আলোচনায় উইকেট
মাত্র চার দিনের ব্যবধানে আবারও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাঠে নামছে বাংলাদেশ। এবারের প্রতিপক্ষ পাকিস্তান, ভেন্যু ঘরের মাঠ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় শুরু হবে তিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টি।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও, ম্যাচের আগের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মিরপুরের উইকেট। টাইগার অধিনায়ক লিটন দাস এই পিচ নিয়ে প্রকাশ করেছেন তার অসন্তোষ ও উদ্বেগ।
সংবাদ সম্মেলনে লিটন বলেন, “ব্যাটার হিসেবে অনেকের ক্যারিয়ার নষ্ট হয়েছে এই উইকেটে খেলে। যদি বোলার হতাম, হয়তো ক্যারিয়ারটা ভালো যেত।” তবে একইসঙ্গে তিনি স্মরণ করিয়ে দেন, এই মাঠেই বাংলাদেশ উন্নতি করেছে, সিরিজ জিতেছে—এটাও একটি বড় প্রাপ্তি।
সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। দেড় মাস আগেই পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার দুঃস্মৃতি ভুলে, এবার ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর সুযোগ টাইগারদের সামনে।
তবে প্রস্তুতিতে কিছুটা পিছিয়ে বাংলাদেশ দল। মাত্র একদিন অনুশীলনের সুযোগ পেয়েছে তারা। বিপরীতে সফরকারী পাকিস্তান দল আগেভাগেই ঢাকায় এসে বিশ্রাম ও প্রস্তুতির সময় পেয়েছে। স্পিন আক্রমণে অভিজ্ঞ পাকিস্তান দল বিপিএলে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাতে চায়।

পাকিস্তান অধিনায়ক সালমান আগা বলেন, “বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। ঘরের মাঠে তারা সবসময়ই চ্যালেঞ্জিং। আমাদের দলে নতুন দুই মুখ রয়েছে, যাদের নিয়ে আমি দারুণ আশাবাদী।”
অন্যদিকে, লিটন দাস জানিয়েছেন, তার পুরো মনোযোগ এই সিরিজে। এক ম্যাচ করে এগোতে চান তিনি। পাশাপাশি শ্রীলঙ্কা সিরিজে যে জয়ী কম্বিনেশন ছিল, তা ধরে রাখার ইঙ্গিতও দিয়েছেন। তবে দলে মেহেদী হাসান মিরাজকে যুক্ত করার সম্ভাবনাও উড়িয়ে দেননি।
মাঠের বাইরের আলোচনা যত উত্তপ্ত, মাঠের খেলায় তার চেয়েও বেশি উত্তেজনা আশা করছে ভক্তরা। ক্রিকেট প্রেমীদের জন্য অপেক্ষা করছে আরেকটি হাই-ভোল্টেজ সিরিজ।
