কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ৪ সন্তান হলো এতিম

কুড়িগ্রামে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু, ৪ সন্তান হলো এতিম

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বজ্রপাতে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন কৃষক জাহাঙ্গীর হোসেন (৪০) এবং তার স্ত্রী রুবি বেগম (৩২)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোজাফফর হোসেন জানান, সন্ধ্যার দিকে আকস্মিক বজ্রপাতের সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী ঘরের ভেতরে ছিলেন। ঠিক সেই মুহূর্তে তাদের টিনশেড ঘরের ওপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। পাশের ঘরে অবস্থান করা তাদের তিন সন্তান অক্ষত থাকে।

চেয়ারম্যান আরও জানান, নিহত দম্পতির চার সন্তান রয়েছে, যাদের মধ্যে একজন মেয়ের বিয়ে হয়েছে। মা-বাবার মৃত্যুতে বাকি চার সন্তানের জীবনে নেমে এসেছে শোক ও অনিশ্চয়তা। পুরো এলাকায় এ ঘটনায় শোকের ছায়া বিরাজ করছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

CATEGORIES
TAGS
Share This