পবিত্র শবে মেরাজ ২৭শে জানুয়ারি পালিত হবে

পবিত্র শবে মেরাজ ২৭শে জানুয়ারি পালিত হবে

দেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে। ১৪৪৬ হিজরি সনের রজব মাসের গণনা শুরু হবে আগামী ২রা জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে। সেই অনুযায়ী, পবিত্র শবে মেরাজ পালিত হবে ২৭শে জানুয়ারি দিবাগত রাতে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

সভায় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আব্দুস ছালাম খান, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর, বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক মো. ফখরুল ইসলাম, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মো. আবদুল মালেক, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান।

পবিত্র শবে মেরাজ মুসলিমদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত। এ রাতে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) আল্লাহর সান্নিধ্যে গমন করেন এবং বিশেষ উপহার স্বরূপ পাঁচ ওয়াক্ত নামাজের বিধান লাভ করেন। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে।

CATEGORIES
TAGS
Share This