
ইমিগ্রেশন হয়রানিতে নারী যাত্রীর ফ্লাইট বাতিল
ঢাকা, ১৩ ডিসেম্বর ২০২৪ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন বিভাগের হাতে হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নারীযাত্রী । জানা যায়, মালয়েশিয়া গামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের সকাল ৮:৩০ মিনিটের ফ্লাইট ধরতে এসে তিনি ইমিগ্রেশন কর্মকর্তাদের অনাকাঙ্ক্ষিত জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। দীর্ঘক্ষণ আটকে রাখার ফলে তাঁর ফ্লাইট মিস হয়ে যায়।
ভুক্তভোগী জানান, “আমি সম্পূর্ণ বৈধ কাগজপত্র ও টিকিট নিয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসি। কিন্তু ইমিগ্রেশন কর্মকর্তারা অকারণে আমাকে আটকে রাখেন, এবং আমার ব্যক্তিগত প্রশ্ন করে হয়রানি করেন। যাত্রীর দাবি, তাঁকে অকারণে দীর্ঘক্ষণ আটকে রেখে নানা প্রশ্নবাণে জর্জরিত করা হয় এমনকি আমার পাসপোর্টও কিছুক্ষণ জব্দ করে রাখেন। এক পর্যায়ে এত দেরি হয় যে আমার ফ্লাইট বাতিল হয়ে যায়। এটা শুধু মানসিক চাপ নয়, আর্থিকভাবে অনেক বড় ক্ষতি”।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য যাত্রীরাও। অনেকেই বলছেন, এমন আচরণ দেশের ভাবমূর্তি নষ্ট করছে এবং প্রবাসী যাত্রীদের মধ্যে ভয় ও অনাস্থা তৈরি করছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যাত্রী বলেন এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত তদন্ত ও বিচার দাবি করেছেন।
তিনি বলেন, “আমি চাই এই ঘটনার বিচার হোক। যেন ভবিষ্যতে আর কোনো নারী বা সাধারণ যাত্রীকে এইভাবে লাঞ্ছনার শিকার হতে না হয়।