
ডু ইউ মিস মি’: মানিক মিয়া অ্যাভিনিউতে ব্যতিক্রমধর্মী ড্রোন ড্রামা প্রদর্শন
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হলো বিশেষ ড্রোনভিত্তিক পরিবেশনা ‘ডু ইউ মিস মি’। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ১১টায় এই ব্যতিক্রমধর্মী ড্রোন ড্রামাটি উপভোগ করেন শত শত দর্শক।
প্রায় ১২ মিনিটব্যাপী এ আয়োজনজুড়ে আকাশে ড্রোনের মাধ্যমে উপস্থাপন করা হয় মোট ১২টি আলোকচিত্র এবং বার্তা। শুরুর দৃশ্যে দেখা যায়— একটি হাত প্ল্যাকার্ড ধরে আছে, যাতে লেখা ‘ডু ইউ মিস মি’। এরপর একে একে ভেসে ওঠে নানা রাজনৈতিক ও প্রতীকী চিত্র।
প্রদর্শনীর একটি দৃশ্যে ড্রোন দিয়ে উপস্থাপন করা হয় একটি মুখাকৃতি, যা আয়োজকদের মতে, দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ফ্যাসিবাদ বিরোধী বার্তার প্রতিফলন। একটি অংশে হেলিকপ্টারে পালিয়ে যাওয়ার চিত্রের মাধ্যমে তুলে ধরা হয় রাজনৈতিক প্রতীকী ব্যঙ্গ।

পরবর্তী দৃশ্যে দেখা যায় বার্তা— ‘আমরা জানি, ফ্যাসিবাদ মুক্ত দেশ পুনর্গঠনে পাড়ি দিতে হবে অনেক পথ; কিন্তু দুর্গম পথ বলে থামবো না আমরা বাংলাদেশ পক্ষের লোক।’
আরও ভেসে উঠে— ‘সবাই মিলেই আমরা গড়বো বাংলাদেশ ২.০।’
প্রযুক্তিনির্ভর এই শো দেখতে রাজধানীবাসীর ভিড় ছিল চোখে পড়ার মতো। আকাশে আলো ও বার্তার এই যুগলবন্দি সবাইকে নাড়া দেয়, দর্শকরা মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করেন পুরো আয়োজন।