পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণে ডিএমপির নির্দেশনা

পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণে ডিএমপির নির্দেশনা

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, পহেলা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রা নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের শোভাযাত্রাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে শুরু হয়ে শাহবাগ মোড় ঘুরে, টিএসসি এবং দোয়েল চত্বর হয়ে আবার চারুকলায় গিয়ে শেষ হবে।

শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের জন্য নির্ধারিত যাতায়াতপথও উল্লেখ করা হয়েছে:
১. ইন্টারকন্টিনেন্টাল হোটেল হয়ে শাহবাগ মোড় থেকে কাঁটাবন, তারপর নীলক্ষেত হয়ে ভিসি বাংলো মোড়ে যাওয়া যাবে।
২. নিউমার্কেট থেকে আগতরা নীলক্ষেত হয়ে একই মোড়ে পৌঁছাতে পারবেন।
৩. পলাশী থেকে আগত ব্যক্তিরা নীলক্ষেত মোড় হয়ে ডানে গিয়ে ভিসি বাংলো মোড়ে যেতে পারবেন।
৪. চাঁনখারপুল ও বকশী বাজার দিক থেকে আগতরা পলাশী মোড় হয়ে নীলক্ষেত থেকে ডানে ঘুরে নির্ধারিত স্থানে পৌঁছাতে পারবেন।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, পহেলা বৈশাখ একটি সার্বজনীন উৎসব। এর শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত উদযাপনের জন্য সবার সহযোগিতা প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে, বুধবার অনুষ্ঠিত একটি সমন্বয় সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, প্রতি বছরের মতো এবারও ঢাকায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে অনুষ্ঠান হবে। তাই নিরাপত্তা নিশ্চিতে ডিএমপি সব ধরনের প্রস্তুতি নিয়েছে।

CATEGORIES
TAGS
Share This