
খালেদা জিয়ার অসুস্থতায় বিএনপির বিজয় দিবস ও ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন থাকায় বিজয় দিবসসহ ডিসেম্বর মাসের সব রাজনৈতিক কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে জরুরি সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ ঘোষণা দেন।
রিজভী জানান, খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি। বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। তিনি বলেন, চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের মতোই রয়েছে, কোনো উন্নতি হয়নি। এ অবস্থায় ‘বিজয়ের মাসে বিজয় মশাল রোড শো’সহ সব কর্মসূচি স্থগিত করা হয়েছে।

এদিকে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা চলছে। যুক্তরাজ্য, সৌদি আরব, সিঙ্গাপুর, চীন ও যুক্তরাষ্ট্রের চিকিৎসকরাও অনলাইন পরামর্শ দিচ্ছেন। তিনি হাসপাতালের সামনে অনাকাঙ্ক্ষিত ভিড় এড়িয়ে চলার অনুরোধ জানিয়ে দেশবাসীর কাছে খালেদা জিয়ার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন।
৮০ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ নানা অসুস্থতায় ভুগছেন। ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও উদ্বেগজনক বলে জানিয়েছে চিকিৎসক দল।
