বিষ্ণুপুর তরুণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

বিষ্ণুপুর তরুণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

রামগঞ্জ উপজেলার বিষ্ণুপুর তরুণ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ শনিবার বিকাল সাড়ে ৩টায় বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, কুইজ প্রতিযোগিতা এবং শিক্ষক ও গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাঈমুল ইসলাম দীপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিসিএস (অডিট অ্যান্ড একাউন্টস) ডিসিএ ও অত্র এলাকার কৃতি সন্তান মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য প্রদান করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সাইফুল ইসলাম, টাঙ্গাইল জেলা কমান্ড্যান্ট (আনসার ভিডিপি) কামরুজ্জামান রাশেদ, এস.এ.এস সুপারিন্টেন্ডেন্ট মহসিন দীপু, টিউরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, লামনগর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক নজরুল ইসলাম বিএসসি, সাবেক শিক্ষক তোফাজ্জল হোসেন, লক্ষ্মীধরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বারাকাত, ভাটরা মজুমদার বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, বিষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজ রহমান, সহকারী শিক্ষক জাহিদুল হাসান এবং বিশিষ্ট সমাজসেবক অহিদ শেখ।

এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের পাশাপাশি কুইজ প্রতিযোগিতার মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহিত করা হয়। একইসঙ্গে শিক্ষার প্রসার এবং সমাজে শিক্ষকদের অবদানকে সম্মান জানাতে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়।

এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানার্জনের আগ্রহ বৃদ্ধি পাবে এবং তারা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেদের প্রস্তুত করতে অনুপ্রাণিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অতিথিরা ক্লাবের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

CATEGORIES
Share This