বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ, বাদ পড়ল ৩ জন

বাংলা একাডেমির সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ, বাদ পড়ল ৩ জন

বাংলা একাডেমি তার ২০২৪ সালের সাহিত্য পুরস্কারের নতুন তালিকা প্রকাশ করেছে। বুধবার (২৯ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুরস্কারের জন্য যে তিনজন সাহিত্যিকের নাম বাদ দেওয়া হয়েছে, তারা হলেন মোহাম্মদ হাননান, ফারুক নওয়াজ এবং সেলিম মোরশেদ।

প্রথমে ২৩ জানুয়ারি বাংলা একাডেমি ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ এর জন্য ১০ জনের নাম ঘোষণা করেছিল। কিন্তু ২৫ জানুয়ারি তালিকাটি স্থগিত করা হয়। তখন একাডেমি জানায়, কিছু সাহিত্যিকের বিরুদ্ধে অভিযোগ পাওয়ার পর তালিকাটি পুনঃমূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে ২৭ জানুয়ারি সেলিম মোরশেদ পুরস্কার প্রত্যাখ্যান করেন।

নতুন তালিকা অনুযায়ী, মোহাম্মদ হাননানকে মুক্তিযুদ্ধের জন্য, ফারুক নওয়াজকে শিশুসাহিত্যে এবং সেলিম মোরশেদকে কথাসাহিত্যে মনোনীত করা হয়েছিল, কিন্তু তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে।

অবশেষে, নতুন চূড়ান্ত তালিকা অনুযায়ী, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের প্রাপ্তরা হলেন:

  • মাসুদ খান (কবিতা)
  • শুভাশিস সিনহা (নাটক ও নাট্যসাহিত্য)
  • সলিমুল্লাহ খান (প্রবন্ধ/গদ্য)
  • জি এইচ হাবীব (অনুবাদ)
  • মুহম্মদ শাহজাহান মিয়া (গবেষণা)
  • রেজাউর রহমান (বিজ্ঞান)
  • সৈয়দ জামিল আহমেদ (ফোকলোর)

এটি বাংলা একাডেমির পক্ষ থেকে জানানো হয়, পুরস্কারের তালিকাটি পুনঃমূল্যায়ন ও চূড়ান্ত করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

CATEGORIES
TAGS
Share This