আরাকান আর্মি ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে আটক করেছে

আরাকান আর্মি ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে আটক করেছে

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ছয়টি ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি।

বুধবার (৫ মার্চ) রাতে ১২টা পার হলেও ট্রলারগুলো মুক্তি দেওয়া হয়নি, এমন তথ্য পাওয়া যায়

এর আগে, ওই দিন দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান জেলেদের আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ছয়টি ট্রলারসহ ৫৬ জন জেলে আটকের খবর পেয়েছেন এবং কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাদের ফেরত আনার প্রচেষ্টা চলছে।

ট্রলার মালিক সমিতির সূত্রে জানা গেছে, আটক হওয়া ছয়টি ট্রলারের মধ্যে দুটি ট্রলার মোহাম্মদ শফিকের, একটি বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের নামে রয়েছে।

শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমদ জানান, দুপুরের দিকে সেন্টমার্টিনের দক্ষিণ সাগরে মাছ ধরার সময় তার মালিকানাধীন একটি ট্রলারসহ ৬টি ট্রলার আটক করা হয়। এসব ট্রলারে মোট ৫৬ জন মাঝিমাল্লা ছিলেন।

CATEGORIES
TAGS
Share This