চিত্রনায়িকা নিপুন বিমান বন্দরে আটক

চিত্রনায়িকা নিপুন বিমান বন্দরে আটক

সিলেট ওসমানী বিমানবন্দর থেকে অভিনেত্রী নিপুন আক্তার কে লন্ডন যাওয়ার সময় বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার ১০ জানুয়ারি সকালে তার যুক্তরাজ্যের রওনা হওয়ার কথা ছিল।

লন্ডনগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতির সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। ইমিগ্রেশন পুলিশ জানায় চিত্রনায়িকা নিপুনের লন্ডন যাত্রার বিষয়ে আপত্তি জানায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই। বিমানবন্দর কর্তৃপক্ষ এরপর নিপুনকে জিজ্ঞাসাবাদ এর জন্য আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছে।

গোয়েন্দা সংস্থার আপত্তির কারণে নিপুনের পাসপোর্ট ও নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা শেষে তার লন্ডনগামী ফ্লাইট বাতিল করা হয়। শোবিজ অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে চিত্রনায়িকা নিপুনের আটক এবং লন্ডন যাত্রা বাতিলের ঘটনায়।

CATEGORIES
TAGS
Share This