
শিক্ষা ও নৈতিকতায় এগিয়ে নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ
নরসিংদী জেলার অন্যতম আধুনিক ও মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠান আবদুল কাদির মোল্লা সিটি কলেজ এর স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠেছে ঢাকা-সিলেট মহাসড়কের পাশেই, নরসিংদী পৌরসভার অন্তর্গত বাসাইল মৌজায়। বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ্ব আবদুল কাদির মোল্লা এর একান্ত অর্থায়নে নির্মিত এ শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যেই শিক্ষাক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে।
প্রাকৃতিক সৌন্দর্য ও নান্দনিক স্থাপত্যশৈলীতে নির্মিত এ ক্যাম্পাসে রয়েছে একটি দ্বিতল প্রশাসনিক ভবন, একটি তিনতলা ও একটি টিনশেড একাডেমিক ভবন। শিক্ষার্থীদের জন্য রয়েছে সুসজ্জিত নামাজঘর, কম্পিউটার রুম, অতিথিকক্ষসহ আধুনিক বিজ্ঞানাগার ও লাইব্রেরি। ক্যাম্পাসে রয়েছে প্রশস্ত মিলনায়তন, উন্নতমানের ক্যান্টিন এবং ছাত্রীদের জন্য তিনটি আলাদা ছাত্রীনিবাস ও ছাত্রদের জন্য ছাত্রাবাস।

নরসিংদী শহর ও আশপাশের এলাকার শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা দিতে কলেজ কর্তৃপক্ষ চালু করেছে নিজস্ব পরিবহন ব্যবস্থা, যা শিক্ষার্থীদের সময় ও নিরাপত্তা নিশ্চিত করছে।
শুধু শিক্ষা নয়, নৈতিকতা ও শৃঙ্খলা শিক্ষায়ও প্রতিষ্ঠানের বিশেষ গুরুত্ব রয়েছে। আধুনিক অবকাঠামো, উন্নত একাডেমিক পরিবেশ এবং অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে কলেজটি ইতোমধ্যেই সাফল্যের পথে এগিয়ে চলেছে।
স্থানীয়রা মনে করছেন, আবদুল কাদির মোল্লা সিটি কলেজ শুধু নরসিংদীর নয়, পুরো দেশের একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি পাবে অদূর ভবিষ্যতে।