
ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে
গত ২৪ ঘন্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দুইজনের মৃত্যু হয়েছে। আজ সারাদেশে এডিস মশা বাহিত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার ৬ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো ডেঙ্গু সম্পর্কিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, ঢাকা বিভাগে ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩ জন, রাজশাহী বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৩ জন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৮৮ জন ডেঙ্গু রোগী। গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছরে এ যাবত ৩ জন মারা গেছেন। এ যাবত মোট ৯৪৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চলতি বছরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন এবং যেকোনো শারীরিক অসুস্থতা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।