নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৯

নাইজেরিয়ায় বিয়ের বাস নদীতে পড়ে নিহত ১৯

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের জামফারা রাজ্যে বিয়ের যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে নারী ও শিশুসহ অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায়, একটি আংশিক ধসে যাওয়া সেতুর ওপর থেকে বাসটি পিছলে পড়ে গেলে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বাসটি কেব্বি রাজ্যের জেগা শহরের দিকে যাচ্ছিল। যাত্রাপথে জামফারা রাজ্যের ফাস গ্রাম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে নববধূ, তার স্বজন এবং অন্যান্য বিয়ের অতিথিরা ছিলেন।

নাইজেরিয়ার ন্যাশনাল ইউনিয়ন অব রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স (NURTW)-এর কর্মকর্তা আবু বকর মুহাম্মদ জানান, বাসটি একটি ঝুঁকিপূর্ণ ও আংশিক ধসে যাওয়া সেতুর ওপর থামানো ছিল। হঠাৎ করেই সেটি পেছনের দিকে গড়িয়ে নদীতে পড়ে যায়। ধারণা করা হচ্ছে, চালক ব্রেক প্রয়োগে ভুল করেছিলেন।

স্থানীয়দের দাবি ও উদ্বেগ

ফাস গ্রামের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

স্থানীয় প্রতিনিধিরা সরকারের জরুরি হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। তারা বলেন, দুর্ঘটনার কারণ হিসেবে সেতুর করুণ অবস্থাই মূল দায়ী এবং তা অবিলম্বে স্থায়ীভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন।

একজন বাসিন্দা বলেন,“এটি শুধু গওয়াল্লি এলাকার সমস্যা নয়, পুরো বরডকি ওয়ার্ডের জনগণের জন্য এটি এক ভয়াবহ সংকট। যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে আরও প্রাণহানি ঘটবে।”

নাইজেরিয়ায় দুর্বল সড়ক অবকাঠামো ও তদারকির অভাবে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে ৯ হাজার ৫৭০টি সড়ক দুর্ঘটনা রেকর্ড করা হয়, যাতে ৫ হাজার ৪২১ জনের মৃত্যু হয়েছে।

CATEGORIES
TAGS
Share This