
জাকসু নির্বাচনে ভোটগ্রহণ শুরু, ২৫ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ প্রার্থী
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। সকাল ৯টায় ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও কিছুটা বিলম্বে শুরু হয় এ কার্যক্রম, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
ভোটগ্রহণের আগে ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সরঞ্জাম পৌঁছে দেওয়া হয় প্রতিটি ভোটকেন্দ্রে। পোলিং এজেন্টদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, আর সার্বিক নিরাপত্তায় ছিল প্রশাসনের কড়াকড়ি।
এবারের নির্বাচনে মোট ভোটার ১১,৮৪৩ জন। ভিপি (সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১০ জন, তবে প্রার্থিতা নিয়ে জটিলতায় রয়েছেন অমর্ত্য রায়। জিএস (সাধারণ সম্পাদক) পদে লড়ছেন ৯ জন, তবে শেষ মুহূর্তে প্রার্থীতা প্রত্যাহার করেছেন সৈয়দা অনন্যা ফারিয়া।

এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে পুরুষ বিভাগে আছেন ১০ জন, নারী বিভাগে ৬ জন প্রার্থী। বাকি ২১টি পদের প্রতিটিতে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ চলছে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে। এর মধ্যে ১১টি হলে ভোট দিচ্ছেন ছাত্ররা, আর ১০টি হলে ছাত্রীরা।
হলভিত্তিক কিছু উল্লেখযোগ্য ভোটার সংখ্যা:
- জাতীয় কবি নজরুল হল: ৯৯২ জন
- তাজউদ্দীন আহমদ হল: ৯৪৭ জন
- রোকেয়া হল: ৯৫৬ জন
- তারামন বিবি হল: ৯৮৩ জন
মোট বুথ রয়েছে ২২৪টি, যেখানে দায়িত্ব পালন করছেন ১৩৪ জন কর্মকর্তা (পোলিং অফিসার ও সহকারী মিলে)।
এবারের নির্বাচনে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৭ জন প্রার্থী, যারা ৮টি প্যানেলে বিভক্ত—এদের মধ্যে রয়েছে বামপন্থি, শিবির, ছাত্রদল ও স্বতন্ত্র সমর্থিত প্রার্থীরা।
ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় শুরু হবে গণনা, যা হবে বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।