
ছেলের পড়াশোনার জন্য সিঙ্গাপুরে যাচ্ছেন শাকিব খান ও অপু বিশ্বাস
চলচ্চিত্র অঙ্গনের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাস আবারও একসঙ্গে, তবে এবার রুপালি পর্দায় নয়—তাদের একমাত্র সন্তান আব্রাম খান জয়ের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনায়। শিগগিরই জয়কে নিয়ে সিঙ্গাপুর যাচ্ছেন অপু বিশ্বাস। উদ্দেশ্য—সেখানকার একটি মানসম্পন্ন স্কুলে ছেলেকে ভর্তি করানো।
সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন অপু বিশ্বাস। তিনি জানান, ছেলের পড়াশোনার জন্য বিদেশকে বেছে নেওয়ার এই সিদ্ধান্তটা হঠাৎ নয়। এর পেছনে ছিল বাবা-মায়ের পরিপূর্ণ আলোচনা ও পরিকল্পনা। অপু বলেন, “জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করাব। আমরা কয়েক মাস ধরেই এটা নিয়ে চিন্তা করছি। জয় এখন একটা ভালো মানের শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ুক, এটাই চাচ্ছি।”

এই সিদ্ধান্তে শাকিব খানেরও পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন অপু। তিনি বলেন, “জয়ের বাবা (শাকিব খান) এর সঙ্গে আলোচনা করেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তবে এ খবর কীভাবে বাইরে গেল, সেটা জানি না। আমি আসলে ব্যক্তিগত কিছু বিষয় নিজের মধ্যেই রাখতে পছন্দ করি।”
উল্লেখ্য, গত এপ্রিলে ছেলেকে নিয়ে সিঙ্গাপুর সফর করেছেন অপু বিশ্বাস। তখনই ধারণা করা হচ্ছিল, জয়ের বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এবার তা বাস্তবেই রূপ নিতে চলেছে।
অপু জানান, ছেলের ভর্তি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা কিছুদিন সিঙ্গাপুরেই থাকবেন। জয়ের মানসিক ও একাডেমিক অভিযোজনের বিষয়টি মাথায় রেখেই এমন সিদ্ধান্ত।
শোবিজ অঙ্গনের এই জুটি এর আগেও বহুবার আলোচনায় এসেছে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে। তবে সন্তানের ভবিষ্যতের ক্ষেত্রে তারা যেভাবে একসঙ্গে সিদ্ধান্ত নিয়েছেন, তা অনেকের কাছেই প্রশংসনীয় মনে হচ্ছে।