
হাঁস মারা নিয়ে বিরোধে ৩ ভাই কুপিয়ে জখম, ১ জনের মৃত্যু
সিলেটের কানাইঘাটে হাঁস মারা যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের জেরে সংঘটিত হামলায় সাইদুর রহমান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার দুই ভাই ফরিদ আহমদ (২৫) ও আব্দুর রহমান (২৯)। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।
শনিবার (৩০ আগস্ট) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইদুর। অপর দুই ভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন,ফরিদ আহমদ আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ফরিদ আহমেদের ১০টি হাঁস চাচাতো ভাই ইমরান আহমেদের জমিতে চলে যায়। জমিতে কীটনাশক ছিটানো থাকায় সেখানেই ৭টি হাঁস মারা যায়। এ ঘটনায় ফরিদ এলাকায় সালিশি বিচারের দাবি জানান।
এই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ইমরান আহমদ, তার বাবা রকিব আলী (৬৫) ও মা লেছু বেগম ক্ষিপ্ত হয়ে সাইদুর, ফরিদ ও আব্দুর রহমানের ওপর অতর্কিতভাবে হামলা চালান। ছুরি, দা ও লাঠিসোটা দিয়ে চালানো এই হামলায় তিনজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর কানাইঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ইমরান আহমদ (৩০) কে সিলেট শহর থেকে এবং তার বাবা রকিব আলীকে সড়কের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়াল জানান, হামলায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।
এই হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নজরদারি জোরদার করেছে।