গোলের সেঞ্চুরি পূর্ণ, তবু ট্রফিহীন রোনালদো

গোলের সেঞ্চুরি পূর্ণ, তবু ট্রফিহীন রোনালদো

বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও এক অনন্য কীর্তি গড়লেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের জার্সিতে অন্তত ১০০টি গোল করার গৌরব অর্জন করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। ক্লাবের পাশাপাশি জাতীয় দলের হয়েও তিন অঙ্কের গোল রয়েছে তার নামের পাশে। তবে রেকর্ড গড়ার এই ঐতিহাসিক দিনেও আবারও শিরোপা বঞ্চিতই থাকতে হলো রোনালদোকে। সৌদি সুপার কাপের ফাইনালে আল আহলির বিপক্ষে টাইব্রেকারে হেরে ট্রফির স্বপ্নভঙ্গ হয়েছে আল নাসরের।

শনিবার (২৩ আগস্ট) হংকং স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নির্ধারিত ৯০ মিনিট শেষে দুই দল ছিল ২-২ সমতায়। খেলা গড়ায় টাইব্রেকারে, যেখানে আল আহলির গোলরক্ষক এদুয়ার্দো মেন্দির দুর্দান্ত নৈপুণ্যে জয় পায় দলটি। টাইব্রেকারে ৫-৩ ব্যবধানে হার মানে আল নাসর।

রোনালদো, ব্রোজোভিচ ও জোয়াও ফেলিক্স সফলভাবে শট নিলেও, আল নাসরের হয়ে চতুর্থ শট নেওয়া আব্দুল্লাহ আল-খাইবারির নিচু শট ঠেকিয়ে দেন মেন্দি। বিপরীতে, আল আহলির পাঁচটি শটই জালে প্রবেশ করায় শিরোপা তুলে নেয় তারা।

ম্যাচের প্রথমার্ধে, ৪১তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে এগিয়ে দেন রোনালদো। সেই গোলেই শুধু লিড নয়, ইতিহাসও গড়েন তিনি—এটি ছিল আল নাসরের হয়ে তার শততম গোল। ১১৩ ম্যাচে এসে এই সেঞ্চুরি পূর্ণ করলেন সিআরসেভেন। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০, ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫ ও ইউভেন্তুসের হয়ে ১০১ গোল করেছিলেন তিনি।

ফলে রোনালদো ছাড়িয়ে গেলেন ইসিদ্রো লাঙ্গারা, রোমারিও ও নেইমারের মতো কিংবদন্তিদের, যারা তিনটি ভিন্ন ক্লাবে শত গোলের মাইলফলক ছুঁয়েছিলেন। কিন্তু ইতিহাসের পাতায় নাম লেখানোর রাতে রোনালদোর মুখে তবু হাসি নেই। কারণ, ট্রফি ছোঁয়া হয়নি।

২০২২ সালে আল নাসরে যোগ দেওয়ার পর থেকে এখনো পর্যন্ত ক্লাবটির হয়ে স্বীকৃত বড় কোনো শিরোপা জিততে পারেননি রোনালদো। কেবল ২০২৩ সালের আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জেতাই তার একমাত্র সাফল্য। তিনটি ফাইনাল খেলে তিনটিতেই হারের স্বাদ পেয়েছেন তিনি।

ফুটবল বিশ্বে বয়স যে শুধুই সংখ্যা—তা বারবার প্রমাণ করে চলেছেন ৪০ বছর বয়সী রোনালদো। তবে ক্যারিয়ারের এই পড়ন্ত বেলায় এসে বারবার ট্রফি হাতছাড়া হওয়ার বেদনা তাকে যেন ছায়ার মতো তাড়া করে ফিরছে। তবু আগামী দিনগুলোতে রোনালদো নিশ্চয়ই চাইবেন তার নামের পাশে যুক্ত হোক আরও কিছু শিরোপা, আরও কিছু সাফল্য।

CATEGORIES
TAGS
Share This