ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে প্রাণ গেল ৩ জনের

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি দ্রুতগতির প্রাইভেটকার উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ৬টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার যাত্রী ছাউনির পাশে, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, ঢাকার দিকে আসা প্রাইভেটকারটি বেপরোয়া গতিতে চলছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের রেলিংয়ে ধাক্কা লেগে গাড়িটি উল্টে যায়। এতে গাড়ির চারজন যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই দুজন মারা যান। গুরুতর আহত অপর দুইজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এক ঘণ্টা ধরে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে যান চলাচল ব্যাহত ছিল। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযানের পর সকাল সোয়া ৭টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার শিকার গাড়িটি অপসারণের পর স্বাভাবিক হয় যান চলাচল।

শ্রীনগর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়—প্রাইভেটকারটির ভাঙা অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, জায়গায় জায়গায় রক্ত। পাশে পড়ে ছিল দুটি মরদেহ, আহত একজনের কান্না ভেসে আসছিল সেই বিভীষিকাময় দৃশ্যের মধ্য থেকে।

CATEGORIES
TAGS
Share This