আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

আজ খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ রোববার (১০ আগস্ট) হালনাগাদ ভোটার তালিকার খসড়া প্রকাশ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এই তালিকায় যদি কোনো ভুল বা তথ্যগত অসঙ্গতি থাকে, তা আগামী ১২ দিনের মধ্যে সংশোধনের সুযোগ থাকবে।

এবারের হালনাগাদ প্রক্রিয়ায় প্রায় ৪৪ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হয়েছেন। এই নতুন ভোটারদের তথ্যই খসড়া সম্পূরক তালিকায় থাকবে। তালিকাটি প্রতিটি উপজেলায় নির্ধারিত স্থানে প্রকাশ করবেন স্থানীয় নির্বাচন কর্মকর্তারা।

ভোটার তালিকায় তথ্য সংশোধনের জন্য জমা পড়া আবেদনগুলো আগামী ২৪ আগস্টের মধ্যে নিষ্পত্তি করা হবে। এরপর প্রয়োজনীয় কার্যক্রম শেষে আগামী ৩১ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি।

উল্লেখ্য, ৩১ অক্টোবর ২০২৫ সালের মধ্যে যারা ১৮ বছর পূর্ণ করবেন, তাদেরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

CATEGORIES
TAGS
Share This