উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২৭, শিশু ২৫ জন

উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২৭, শিশু ২৫ জন

ঢাকার উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে। এর মধ্যে ২৫ জনই শিশু।

নিহতদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুজন হলেন পাইলট তৌকির ইসলাম এবং শিক্ষক মাহরীন চৌধুরী। এ ছাড়া আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৮ জন।

জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন ৪২ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রয়েছেন ২৮ জন। ঢামেক হাসপাতালে ভর্তি আছেন তিনজন, এর মধ্যে দুইজন আইসিইউতে। ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে একজনের মরদেহ। সিএমএইচ-এ পাওয়া গেছে ১৫ জনের মরদেহ এবং পাইলট তৌকির ইসলামের মরদেহও সেখানেই রাখা হয়েছে।

ডা. সায়েদুর রহমান জানান, এখনো ৬ জন নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। তাদের ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

তিনি আরও জানান, বার্ন ইনস্টিটিউটে ভর্তি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক, যাদের মধ্যে দুইজন ভেন্টিলেশনে রয়েছেন। পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক সহায়তা চেয়ে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। সেখানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন।

রক্তদানে ইচ্ছুকদের ভিড় না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, বর্তমানে ১০০ জনেরও কম রক্তদাতার প্রয়োজন রয়েছে, বিশেষ করে নেগেটিভ গ্রুপের রক্ত বেশি দরকার।

এছাড়া তিনি জানান, মঙ্গলবার সকাল পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে—এর মধ্যে ১০ জন বার্ন ইনস্টিটিউট, ৮ জন সিএমএইচ, ১ জন ইউনাইটেড হাসপাতাল এবং ১ জন ঢামেক হাসপাতাল থেকে।

পরিবারের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, হাসপাতালে কারা ভর্তি আছেন—সে সংক্রান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, স্বজনরা তা দেখে তথ্য যাচাই করে নেবেন।

CATEGORIES
TAGS
Share This