
গোপালগঞ্জে উত্তপ্ত পরিস্থিতি, জারি রয়েছে ২২ ঘণ্টার কারফিউ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর এক পথসভাকে কেন্দ্র করে বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ জেলায় ব্যাপক সহিংসতার পর বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জারি করেছে ২২ ঘণ্টার কারফিউ।
বুধবার দিনভর চলা সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় গোটা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতভর উত্তেজনার পর বৃহস্পতিবার সকাল থেকে শহর কার্যত স্তব্ধ হয়ে পড়ে। কারফিউর কারণে অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, সাধারণ মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না। কেবল দিনমজুর ও খেটে খাওয়া মানুষদেরই রাস্তায় দেখা গেছে। মাইকিং করে স্থানীয় প্রশাসন জনগণকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে জেলা জুড়ে মোতায়েন করা হয়েছে ১,৫০০-এর বেশি পুলিশ সদস্য। এছাড়া মাঠে রয়েছে সেনাবাহিনী, ৪ প্লাটুন বিজিবি, নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা।
তবে সংঘর্ষে কারা জড়িত এবং কোনো মামলা বা গ্রেফতার হয়েছে কিনা—সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ।