
‘জুলাই শহীদ দিবস’ আজ : রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে
আজ ১৬ জুলাই, ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালিত হচ্ছে। গত বছর এই দিনে কোটা সংস্কার আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ নিহত হন। এই ঘটনাকে স্মরণ করে সরকার ১৬ জুলাইকে প্রতিবছর ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে।

দিবসটি পালন উপলক্ষে আজ বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সব মসজিদে আজ বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হচ্ছে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও শহীদদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।