
দেশের তরুণদের ক্যারিয়ার উন্নয়নে অনলাইন শিক্ষায় নতুন সম্ভাবনার নাম হয়ে উঠছে — The Cloudemy

বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য ডিজিটাল শিক্ষা ব্যবস্থার নতুন দিগন্ত উন্মোচন করেছে The Cloudemy, একটি উদ্ভাবনী ও ভবিষ্যত প্রযুক্তি নির্ভর অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। শিক্ষা ব্যবস্থার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে এসে “The Cloudemy” শিক্ষার্থীদের দিচ্ছে সময়োপযোগী কোর্স, ইন্টারঅ্যাকটিভ ক্লাস এবং বাস্তব অভিজ্ঞতার সুযোগ।
বর্তমান যুগে স্কিলই হচ্ছে ক্যারিয়ারের মূল চাবিকাঠি। আর সেই চাহিদা পূরণে The Cloudemy নিয়ে এসেছে বাস্তবমুখী ও প্রফেশনাল অনলাইন কোর্সের এক অভাবনীয় প্ল্যাটফর্ম।
The Cloudemy একটি অনলাইন ভিত্তিক লার্নিং প্ল্যাটফর্ম, যেখানে শেখা যায় আধুনিক ও চাহিদাসম্পন্ন স্কিল— একদম ঘরে বসেই। শিক্ষার্থীদের জন্য যেমন আছে বেসিক কোর্স, তেমনি উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে অ্যাডভান্স লেভেলের প্রশিক্ষণ।
The Cloudemy ইতোমধ্যে দেশের হাজারো শিক্ষার্থী ও ফ্রেশ গ্র্যাজুয়েটদের মাঝে আস্থা তৈরি করেছে তাদের মানসম্মত কোর্স ও রেজাল্ট-ওরিয়েন্টেড সাপোর্টের মাধ্যমে।

The Cloudemy এর প্রতিষ্ঠাতা জনাব সেলিম চৌধুরীর কাছ থেকে সার্টিফিকেট গ্রহন করছেন একজন শিক্ষার্থী।
The Cloudemy-এর প্রতিষ্ঠাতার ভাষায়:
“আমরা বিশ্বাস করি, প্রত্যেক তরুণের মধ্যে অগণিত সম্ভাবনা আছে। আমরা শুধু সেই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে সাহায্য করি দক্ষতা দিয়ে।“