খিলগাঁও থানার অধীনে,বাসাবো-মাদারটেক-নন্দীপাড়ায় ভাঙা রাস্তায় জনদুর্ভোগ, চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী

খিলগাঁও থানার অধীনে,বাসাবো-মাদারটেক-নন্দীপাড়ায় ভাঙা রাস্তায় জনদুর্ভোগ, চলাচলে চরম ভোগান্তিতে এলাকাবাসী

রাজধানীর খিলগাঁও থানার বাসাবো -মাদারটেক-নন্দীপাড়া এলাকায় রাস্তাঘাটের বেহাল দশা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের জন্য। দীর্ঘদিন ধরে রাস্তাগুলো ভাঙাচোরা থাকায় প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জমে যায় পানি। কোথাও কোথাও বড় গর্তে রূপ নেয় সড়ক। এতে করে স্কুলগামী শিক্ষার্থী, অফিসগামী মানুষ, রিকশা-চালক থেকে শুরু করে সাধারণ পথচারীদের চলাচল হয়ে পড়ে অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।

একজন বাসিন্দা বলেন:
“প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে আমাদের কষ্ট হচ্ছে। বৃষ্টি হলে তো বাইরে বের হওয়াই যায় না। শিশু-বৃদ্ধ কেউই নিরাপদ নয়।”

এক দোকানি বলেন:
“বেহাল রাস্তায় কেউ আসতে চায় না, ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারবার অভিযোগ করার পরও কেউ শুনছে না।”

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার কাজ শুরু হলেও তা আর শেষ হয়নি। কোথাও দেখা যায় ভাঙা ড্রেন, কোথাও আবার ফেলে রাখা নির্মাণসামগ্রী। কর্তৃপক্ষের দায়সারা মনোভাবের কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানান তারা।

স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ না থাকায় জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

একাধিক বাসিন্দার দাবি:
“আমরা উন্নয়নের কথা শুনি, কিন্তু বাস্তবে পাই না। সরকার বা কর্তৃপক্ষের কাছে অনুরোধ—দ্রুত এই রাস্তার সংস্কার করুন, আমাদের চলাচলের উপযোগী করে তুলুন।”

এদিকে, রাস্তার এমন দুরবস্থা শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, বরং এলাকায় রোগবালাইয়েরও আশঙ্কা তৈরি করছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
এলাকাবাসীর একটাই প্রত্যাশা—দ্রুত রাস্তা সংস্কার করে এই দুর্ভোগ থেকে মুক্তি দেওয়া হোক।

CATEGORIES
TAGS
Share This