
বনশ্রী গ্যাস সংকট: ভোগান্তিতে সাধারণ মানুষ
রাজধানীর অন্যতম আবাসিক এলাকা বনশ্রীতে চলমান গ্যাস সংকট এখন চরম আকার ধারণ করেছে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত এলাকা জুড়ে গ্যাস থাকে না বললেই চলে। এতে করে ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার পরিবার।
স্থানীয় বাসিন্দারা জানান, সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত গ্যাসের চাপ থাকে না। অনেক সময় সারাদিনও গ্যাস পাওয়া যায় না। রান্না করতে না পারায় পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশু, কর্মজীবী মানুষ এবং বৃদ্ধ-বৃদ্ধারা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন।

একজন বাসিন্দা বলেন, “আমাদের প্রতিদিনের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সকালে রান্না করতে না পারায় বাইরে থেকে খাবার কিনে আনতে হচ্ছে, যা ব্যয়বহুল এবং স্বাস্থ্যঝুঁকিপূর্ণ।”
আরেকজন অভিযোগ করেন, “আমরা নিয়মিত গ্যাস বিল দিই, অথচ পরিষেবা পাচ্ছি না। কর্তৃপক্ষের উচিত দ্রুত এই সমস্যার সমাধান করা।”
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট গ্যাস সরবরাহকারী সংস্থার কোনো নির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দাবি করেছেন, অবিলম্বে এই সংকট নিরসনের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হোক।
বনশ্রী এলাকার গ্যাস সংকট শুধু একটি এলাকায় সীমাবদ্ধ নয়; এটি রাজধানীর অনেক এলাকায় একইভাবে বিরাজমান। তবে সমস্যাটি দীর্ঘমেয়াদি হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা ক্রমেই বাড়ছে।