
শহীদ সেনা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা সামরিক কবরস্থানে গিয়ে তাদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় তিনি বনানীর সামরিক কবরস্থানে শায়িত পিলখানায় শহীদ সামরিক কর্মকর্তাদের কবরের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর স্বরাষ্ট্র উপদেষ্টার পর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং বিজিবি প্রতিনিধিরা। শহীদ পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পিলখানায় শহীদদের পরিবারের দীর্ঘদিনের দাবি ছিল সেনা দিবসের ঘোষণা। সেটি এখন বাস্তবায়িত হয়েছে। তিনি আরও জানান, কমিশনের মাধ্যমে পিলখানা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য উদ্ঘাটিত হবে।